পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা সেই প্রতিবেদন জমা দিতে পারেননি।
পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছেন তারা। বর্ধিত সময়ের মধ্যেই তারা প্রতিবেদন জমা দিবেন।
অন্যদিকে, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছেন ৭ অক্টোবর। সেই অনুযায়ী তারা ৭ জানুয়ারি অর্থাৎ নির্ধারিত তিন মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেবেন।