জামালপুরে যমুনা সারকাখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা কারখানার প্রধান ফটক এক ঘন্টা অবরোধ করে রাখে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কারখানার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যমুনা সারকারখানার শ্রমিক-কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ছয় মাস যাবত কারখানার উৎপাদন বন্ধ থাকায় মুল্যবান যন্ত্রাংশ নষ্টের আশষ্কা দেখা দিয়েছে।

Share This Article