![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
খুলনার পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্যানেল মেয়র তৈয়বুর রহমান, উপজেলা সিএ মোঃ হাবিবুর রহমান, কৃষ্ণ রায়, দীপংকর প্রশাদ মল্লিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
এছাড়াও অতিথিবৃন্দ ধুমপান ও অন্যান্য তামাকের ক্ষতিকারক বিষয় সহ নানা ধরনের বিধি নিষেধের ব্যাপারে সচিত্র পরিদর্শন এর মাধ্যমে দিকনির্দেশনা দেন। এবং তামাকজাত পন্য নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ, প্রচার নিষেধ, তামাকজাত পন্যের আরো মুল্য বৃদ্ধি, তামাকজাত পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করণ, তামাকজাত পন্য ব্যবহারের কুফল সম্পর্কে প্রচারের উপর বক্তরা গুরুত্বরোপ করেন।