বরিশালে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৮ ডাকাত গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর এলাকার বিপুল দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের কুখ্যাত ডাকাত সরদার আব্দুল হাকিম ও প্রধান সহযোগী সোহাগসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮ ও র‍্যাব-১০) এর যৌথ অভিযানে । আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ জানতে পারে যে, বরিশালের বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর এলাকায় একটি জেলা ডাকাত দলের সদস্যগণ বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের সরদারের বসত ঘরে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। তথ্যের ভিত্তিতে গত রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ডাকাত সরদারের বসত ঘরের উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে জেলা ডাকাত দলের সরদার আব্দুল হাকিম (৪৮), পিতা- মৃত ইউসুফ জমাদ্দার,মিজান চৌকিদার (৪০), পিতা-মৃত সালাম চৌকিদার, বাকেরগঞ্জ, মোঃ রহিম হাওলাদার (৪০) পিতা-নুরু মিয়া হাওলাদার, রাঙাবালি, পটুয়াখালীর অন্যান্য কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ডাকাত দলের অন্যতম প্রধান সহযোগী মোঃ শাওন ইসলাম সোহাগ (২৪), পিতা-মৃত ইউনুস আলী, বাকেরগঞ্জের, বরিশালের মোঃ রাজা খলিফা (২৫) পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, কাউনিয়ার, বরিশালের। মোঃ নাসির হাওলাদার (৪০), পিতা-মৃত সোবহান হাওলাদার, বাকেরগঞ্জের, বরিশালের মোঃ কালাম হোসেন (৩৫), পিতা- মোঃ মান্নান হোসেন, পটুয়াখালীর মোঃ সেলিম মাতবর (৫০), পিতা-মৃত আলী হোসেন মাতবর আমতলীর, বরগুনাদের গ্রেফতার করা হয়।

এসময় উদ্ধার হয় ০১টি খেলনা পিস্তলসহ বিপুিল পরিমান দেশীয় অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন ডাকাতির ঘটনা তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন গ্রেফতারকৃতরা জেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই দলের সদস্য সংখ্যা ১০/১৫ জন। গ্রেফতারকৃত আব্দুল হাকিম ডাকাত দলের সরদার এবং গ্রেফতারকৃত শাওন ইসলাম সোহাগ তার অন্যতম প্রধান সহযোগী। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ আব্দুল হাকিম ও সোহাগ এর নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকা এবং মুন্সিগঞ্জ, মাদরীপুর, ঢাকা এলাকায় বাসা, অফিস, গ্যারেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ডাকাত আব্দুল হাকিমের নেতৃত্বে বরিশাল ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে কামাল এর নামে দেশের বিভিন্ন থানায় মারামারি ও ডাকাতি ৮টি এবং রাজা নাসির ও সেলিম এর নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় র‍্যাব ওই আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article