সাবেক এমপি নাদিম মোস্তফার জানাযায় মানুষের ঢল

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজশাহী-৫ (পুঠিয়া-দুুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল নেমেছে।

আজ সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন দলের হাজার হাজার মানুষ। পরে মরহুম নাদিম মোস্তফার মৃতদেহ পুঠিয়ার বানেশ্বরে নেয়া হয়। সেখানেও হাজার হাজার মানুষের ঢল নামে। তার এই জানাযা নামাজে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির মানুষ।

নাদিম মোস্তফা এর আগে ঢাকার গুলসানের বাসায় গত রবিবার বেলা ১২ টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এর পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় নাদিম মোস্তফাকে। পরে বেলা ১২ টা ১০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেক বছর। এদিকে তার এই মৃত্যুতে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব আবদুল ওয়াদুদ দারা।

Share This Article