৫০ দেশের ৩ কোটি প্রতিযোগীকে টপকে সেরা হলেন ফয়সাল

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিশ্বের ৫০ দেশের দুই কোটি ৮০ লাখ প্রতিযোগীকে টপকে সেরা হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আহমেদ ফয়সাল আলী। চূড়ান্ত পর্যায়ে সাত লাখ প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ফয়সাল। খবর খালিজ টাইমসের।

আরবীয় সাহিত্যের ওপর ইউএই আরব রিডিং চ্যালেঞ্জ নামক এই মর্যাদাকর প্রতিযোগিতার অষ্টম আসরে চ্যাম্পিয়ন হন তিনি। দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে এই আমিরাতের কিশোরসহ ছিল সাত লাখ প্রতিযোগী। শিরোপা জেতার পাশাপাশি ফয়সালকে দেয়া হয়েছে পাঁচ লাখ দিরহাম। এটি আরব বিশ্বে অন্যতম বড় প্রতিযোগিতা।

Share This Article