ফেনীতে দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফেনীতে আজ সোমবার দিনভর থেমে থেমে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া ২ ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়ে মানুষজন।

সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রায় দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। একাডেমি থেকে সদর হাসপাতাল মোড়, শান্তি কোম্পানী সড়ক, পাঠান বাড়ি এলাকা, শাহীন একাডেমী এলাকা, নাজির রোড, বড় বাজার, পেট্রোবাংলা রোডসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলোতে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। এসব এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী, অফিসগামী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে।

পৌরসভার ‘ভিআইপি’ ওয়ার্ড হিসেবে খ্যাত ১০নং ওয়ার্ডের পাঠান বাড়ী এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পাঠান বাড়ি রোড ও ওয়াজেদ মজুমদার বাড়ি সংলগ্ন মনির উদ্দিন সড়ক। এতে চলাচলে বিড়ম্বনা পোহাতে হয়। স্কুলগামী কোমলমতি শিশু শিক্ষার্থী, মহিলা ও বয়োবৃদ্ধরা চলাচলে দুর্ভোগের মধ্যে পড়েন।

১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান বলেন, বেশ কয়েক বছর থেকে বর্ষায় জলাবদ্ধ থাকা মনির উদ্দিন সড়কের ওয়াজেদ মজুমদার বাড়ী সংলগ্ন স্থানটি ইতোমধ্যে পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন সুমন পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য পৌর কর্তৃপক্ষ সব সময় বাড়তি নজরদারি করে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে সাময়িকভাবে এটা হয়েছে।

Share This Article