
শরীফ সাথী (কার্পাসডাঙ্গা প্রতিনিধি):-
আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমূহ চুয়াডাঙ্গার আয়োজনে ” অর্ন্তভূক্তি উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা ” শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর(শনিবার) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা সমাজ কল্যান কমিটির সহ-সভাপতি মুন্সী আলমগীর হান্নান,চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃআওলিয়ার রহমান,চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
বাংলাদেশ চিত্র/আনিস