ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা নিয়ন্ত্রণে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
আজ মঙ্গলবার দুপুরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, গতকাল রাতে আকস্মিক বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলা প্লাবিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত এলাকার খবর নিতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি ফেনীতে ছুটে আসি। এছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কয়েকবার ফোনে বিষয়টি অবহিত করেছেন।
আমি পরশুরাম ও ফুলগাজী উপজেলাকে উজানের পানি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধান করতে অনুরোধ করবো। আশা করছি অচিরেই পরশুরাম ও ফুলগাজীবাসীর দীর্ঘদিনের দাবী স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্দশাগ্রস্থ মানুষের মুখে হাসি ফুটাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যে এখানে এসেছি। ফুলগাজী ও পরশুরামবাসীদের আশ্বস্ত করতে চাই আগামী বর্ষা মৌসুমের আগে এ এলাকাকে বন্যা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হবো।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার দশটি গ্রাম প্লাবিত হয়। এদিকে পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।