কাপ্তাইয়ে পাহাড়ধসের শঙ্কায় মাইকিং

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসের শঙ্কায় বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এদিকে গত রোববার (৩০ ‍জুন) রাত থেকে কাপ্তাইয়ে ভারি বৃষ্টি হয়। ভারী বর্ষণে কাপ্তাইয়ে পাহাড়ধসের শঙ্কায় আছেন স্থানীয়রা।

এদিকে কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য বার বার মাইকিং করা হচ্ছে। তাদেরকে সচেতনত করার লক্ষ্যে কাপ্তাইয়ের নতুন বাজার, লগগেট, ঢাকাইয়া কলোনি, শিলছড়ি, চিৎমরম কেয়াংঘাট, ওয়াগ্গা, রাইখালী,চন্দ্রঘোনা ও বালুর চর এলাকা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় প্রচারণা চালানো হয়েছে। এ সময় ভারি বর্ষণ শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে, কাপ্তাইয়ের পাঁচটি ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করছে। এই ঝুঁকি মোকাবেলার জন্য পাঁচটি ইউনিয়নে খাদ্যসামগ্রীসহ ১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস তাদারকির জন্য কাজ করছে।

উপজেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে ঝুঁকিপূর্ণ এলাকায় এ মাইকিং করা হচ্ছে। সাথে সাথে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে।

Share This Article