নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে ভি জি এফ এর চাল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী ইউনিয়নের বন্যা দুর্গত হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

এ সময় বেরুবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

Share This Article