শাহজাদপুরে তিন দিন পর ভেসে উঠল কলেজ ছাত্রের লাশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজ ৮ জুলাই সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে তিন দিন পর ভেসে উঠল শাহজাদপুর পৌর এলাকার মারুফ হোসেন (১৮) এর লাশ শত শত মানুষের ভিড়। নৌপুলিশ লাশ উদ্ধার করে মগে প্রেরণ করেছে।

জানাগেছে, পৌর এলাকার দারিয়াপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে শাহজাদপুর সরকারি কলেজের ছাত্র মারুফ হোসেন। ৬ জুলাই শনিবার উপজেলা বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর বালুর ট্রলারে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে নদীতে পড়ে যায়। আর উড়তে পারেনি। এদিন থেকেই এলাকাবাসী তার খোঁজখবর করতে থাকে। তবুও তার লাশ পাওয়া যায়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান রাজশাহী থেকে ডুবুরের দল নিয়ে আসে নদীতে দুইদিন ধরে সন্ধান করতে থাকে একপর্যায়ে তারা ব্যর্থ হয়ে ফিরে যান।

গতকাল সোমবার তার লাশ ভাসতে থাকে এ সময় গ্রামের সামসেদ আলী নদীতে গিয়ে তার লাশ উদ্ধার করে কিনারে নিয়ে আসে। এ সময় নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে কান্না ও আত্মচিৎকারে এলাকায় শোখের ছায়া নেমে আসে। থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, নিহত লাশটি সিরাজগঞ্জ নৌ পুলিশ নিয়ে গেছে।

Share This Article