কলকাতায় ‘তুফান’র দর্শক খরার লিংক শেয়ার করলেন কাঞ্চন, যা বললেন অপু

বাংলাদেশ চিত্র ডেস্ক

কলকাতায় শাকিব খানের ‘তুফান’ সিনেমার খরার খবরের লিংক শেয়ার করায় ঢালিউড চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ওপর কিছুটা ‘বিরক্ত’ চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজ স্ক্রল করে দেখা যায়, শনিবার (৬ জুলাই) নিজের পেজে শাকিব খানের একটি নিউজ শেয়ার করেছেন তিনি। যে নিউজের শিরোনাম ছিল কলকাতায় বড় ধাক্কা খেল ‘তুফান’।

নিরাপদ নিউজ নামের ইলিয়াস কাঞ্চনের নিজের অনলাইন পোর্টালে শাকিব খানের এ নিউজ প্রকাশ ও নিজের ফেসবুক পেজে শেয়ার করার বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী।

তাই ইলিয়াস কাঞ্চনের সে পোস্টে মন্তব্য করেন অপু। ইলিয়াস কাঞ্চনকে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নায়কের গুণকে প্রশ্নবিদ্ধও করেন অভিনেত্রী।

ব্যক্তিগত আইডি থেকে অপু মন্তব্য করে লেখেন, আসসালামু আলাইকুম, আপনি একজন গুণী এবং গার্জিয়ান ইন্ডাস্ট্রির জন্য। আপনার এই নিউজটা শেয়ার দেয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি? অভিনেত্রীর এমন মন্তব্যের অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

Share This Article