শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা, সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালনে জড়ো হচ্ছেন তারা।

তবে এদিন সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে উপস্থিতি দেখা যায়নি।

এদিকে শাহবাগ মোড়ে ও এর আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ।

এর আগে বুধবার শিক্ষার্থীদের অবরোধে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলে। এ সময় সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

Share This Article