জামালপুর বন্যার পানিতে গোসল করতে নেমে গৃহ বধুসহ ৪ জনের মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে গৃহবধূ ও চার কিশোরীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম, সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। নিহত দিশা মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, বুধবার বিকেলে চারজন একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা আক্তার দুইজনকে উদ্ধার করতে খোঁজাখুঁজি করে। পরে তারাও পুকুরে পানিতে ডুবে মারা যায়। এদিকে, চারজনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

Share This Article