বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের মাঝে ফ্রিতে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবা ও সাংস্কৃতিক সংগঠন জাগ্রত তারুণ্যের গণ বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধর ২নং গেটের পাশে এই কার্যক্রম করে সংগঠনের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময়, প্রায় কয়েকশত হত দরিদ্র ব্যক্তিদের রক্তের গ্রুপ নির্ণয়সহ ডায়াবেটিস শনাক্ত, ব্লাড প্রেসার ও প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা বিতরণ ও প্রাথমিক চিকিৎসা দেন তারা।
এ বিষয়ে, জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহরিয়ার শাহিদ বলেন, ‘স্মৃতিসৌধে ঘুরতে আসা সাধারণ দারিদ্র্য মানুষদের মাঝে আমরা সেবা দিচ্ছি এটা সত্যিই অনেক আনন্দের বিষয় এবং এটি আগামীতেও এভাবেই কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, সারা দেশের প্রায় ৪৭টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাগ্রত তারুণ্য তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিশেষ করে সাংস্কৃতিক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজ পরিচালনা করছে দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে।
যোগাযোগঃ ০১৭০৪৭৬৫৪৪৪