
সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের পারলৌকিক আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের উদ্যেগে কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ী ও পৌর বাজার মন্দিরে পৃথক ভাবে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুটি প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি- বাবু রাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায়, বাজার মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার সাধু ও সম্পাদক সুনিল কুমার মন্ডল, সরল পূজা মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সম্পাদক প্রভাষক উজ্জ্বল কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে এ্যাড, প্রশান্ত কুমার ঘোষ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি,সরকার, মৃত্যুঞ্জয় কুমার সরদার, শ্যাম সুন্দর ভদ্র, শ্যামপদ মন্ডল, সন্দীব রায়, অমরেশ মন্ডল, স্বপন চক্রবর্তী, বিপ্লব মন্ডল, গোপাল মন্ডল, তিরুনাথ বাছাড়, অলোকেশ ঢালী সহ অনেকে।