পাইকগাছার কপিলমুনিতে ২০২৪-২৫ অর্থ বছরের গনশুনানী অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ডরপ্ ইভলভ প্রকল্পের সার্বিক সহযোগিতায় বুধবার সকালে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহচরী বিদ্যামুন্দির স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব গনি গাজী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রাজিয়া সুলতানা ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ সহ সিবিও সিএসও সদস্যবৃন্দ।

সিবিও, সিএসও সদস্যরা বাজেট বরাদ্দে বিভিন্ন চাহিদা তুলে ধরেন এবং বাজেট বরাদ্দ বাস্তবায়ন ও আদায়ে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন অতিথিবৃন্দ।

Share This Article