মতলবে নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

ফয়েজ আহামেদ মাহিন

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা,আবৃত্তি,কুইজ,চিত্রাঙ্কন, সংগীত,নৃত্য ও আলোচনা সভা আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর(শুক্রবার) সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত এ দেশ।

অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল শিক্ষার্থীদের মহান বিজয় দিবসের সম্পর্কে ঘটে যাওয়া সকল ইতিহাস তুলে ধরা ও শহীদের প্রতি শ্রদ্ধা ও দোয়ার আয়োজন। এরপর শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এস এম সি সভাপতি মোঃ কামাল হোসেন সরকার বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি নাসির উদ্দিন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সিনিয়র সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার ও নমিতা সরকার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article