বাংলাদেশের বিজয়ী জনগণকে শুভেচ্ছা জানালেন এনজো ফার্নান্দেজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশের বিজয়ী জনগণকে শুভেচ্ছা জানালেন এনজো ফার্নান্দেজ

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। অভূতপূর্ব জয়ের পর বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে আন্দোলনের পুরোটা সময় সমর্থন দিয়ে সাথে থেকেছেন এই বিশ্বকাপজয়ী।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাড়ান। নিজের প্রোফাইলে শেয়ার করেছেন লাল রংয়ের কাপড় দিয়ে এক কিশোরের চোখ বাঁধা ছবিও। আর গতকাল নিজের একটি ছবি সহ একটি পোস্ট করেন তিনি। সে পোস্টে তিনি লিখেছেন, ‘তোমরা (জয়) করতে পেরেছো, অনেক শুভেচ্ছা’। এনজো সাথে জুড়ে দেন বাংলাদেশ ও নিজ দেশের পতাকা। সাথে ছিল একটি লাভ ইমোজিও। পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রিয়্যাক্ট পড়েছে। এর আগে গত ১৯শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো।
বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে তখন লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’
বাংলাদেশের আন্দোলনকারী জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন স্পেনিশ ইয়াংস্টার লামিন ইয়ামালও। তার সেই পোস্ট আবার শেয়ার করেছেন এনজো ফার্নান্দেজ। ইয়ামাল পোস্টে নিজের একটি ‘থাম্বস আপ’ করা ছবি দিয়ে লিখেছেন ‘আমি আবার ফিরলাম। তোমাদের অনেক শুভেচ্ছা (আন্দোলনের মাধ্যমে জয়ের) কাজটি শেষ করায়।’ পোস্টে এখন পর্যন্ত রিয়্যাক্ট পড়েছে ৬৮ হাজার।

Share This Article