জাবিতে দফায় দফায় ছাত্রলীগের হামলা, আহত ৫০

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই হামলা করা হয়। এই হামলায় নারী শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আজ সোমবার রাতে বঙ্গবন্ধু হল ও বটতলা এলাকার মাঝামাঝি জায়গায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টায় সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের বক্তব্য পাওয়া যায়নি।

Share This Article