আন্দোলনকারীদের দখলে শহীদুল্লাহ হল থেকে বার্ন ইনস্টিটিউট পর্যন্ত

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পর্যন্ত দখল নিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়, শহীদুল্লাহ হলের সামনে সাঁজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা রয়েছে।

আন্দোলনকারীরা বলেন, সবগুলো হলের সামনেই অবস্থান নিয়েছি তারা। হলে ছাত্রলীগের কাউকে ঢুকতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে আমাদের সমঝোতার জন্য বলা হচ্ছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো সমঝোতায় যাবো না। আমরা সেফ না। আমরা কোথাও সেফ থাকবো তাও জানি না।

Share This Article