
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
সুন্দরবন লঞ্চের ইনচার্জ, জনাব মোঃ আঃ রাজ্জাক হাওলাদার (৬০) নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে লঞ্চটির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ঐ লঞ্চের স্টাফদের হাতে মার খেয়ে আহত হয়ে মারা যান। হাসপাতালের চিকিৎসক সোলায়মান সালেহীন বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই তাঁর মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোঃ মশিউর রহমান (২৮)ও ইউনুছ (৩৫) নামের দুই জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন,ওই লঞ্চের কেরানি মশিউর রহমান ও সুপারভাইজার ইউনুছ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ চিত্র/আনিস