বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের হামলায় কোটা সংস্কার আন্দোলনকারী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ২২ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা যায়, পুরো কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা কোটাবিরোধী ছাত্রদের দখলে। পুলিশের দাবি, আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি ছোড়া হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা সকাল থেকে হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন।
আপনার মতামত লিখুন :