দুমকিতে ভাস্কর্য ভাংচুর, গ্রেফতার ১

মনিরুল ইসলাম

ভাস্কর্য ভাংচুর

মোঃ মনিরুল ইসলাম, দুমকি (পটুয়াখালী প্রতিনিধি):
পটুয়াখালীর দুমকিতে একটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। ১৩ জানুয়ারী শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়ত উল্লাহ নামে ঐ ব্যক্তি দা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাংতে থাকলে নৈশ প্রহরী দেখে ফেলে। তাৎক্ষনিক লোকজন জড়ো করে ভাংচুরকারীকে আটকে ফেলে মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে জানান। তিনি দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালামকে অবহিত করেন।
শরিয়তুল্লাহ দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে। চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে সে এইচ এস সি পরীক্ষা দিয়েছে।
দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদী হয়ে শরিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, মামলা দায়েরের পর শনিবার সকালে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This Article