ঢাবির সব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের তাড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

আন্দোলনকারীদের ওপর হামলা ও হতাহতের জন্য ছাত্রলীগকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে তাদের বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে একে একে সংগঠনটির নেতাকর্মীদের তাড়িয়ে সব হল নিজেদের নিয়ন্ত্রণে নেন সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। জিনিসপত্র ফেলে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু হলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তারা ছাত্রলীগ নেতাদের হল ছাড়তে বাধ্য করেন।

এরপর সাড়ে ৮টার দিকে কবি জসিম উদ্দীন হল, বিজয় একাত্তর হল, মাস্টার দা সূর্যসেন হলেও একই ঘটনা ঘটে। 

সূর্যসেন হলের ৪৪০ নম্বর কক্ষ থেকে একটি পিস্তল উদ্ধার করে শিক্ষার্থীরা। বিজয় একাত্তর হলের ছাত্রলীগ নেতারা নিজেরাই বের হয়ে যান। 

অন্য হলগুলোতেও একই ঘটনা ঘটে বলে জানা গেছে।

Share This Article