গুলিবিদ্ধ হওয়ার ৫ দিন পর মারা গেলেন চবি শিক্ষার্থী হৃদয়

বাংলাদেশ চিত্র ডেস্ক

গুলিবিদ্ধ হওয়ার ৫ দিন পর মারা গেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২)। ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার  পথে গুলিবিদ্ধ হন তিনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

হৃদয়ের ভগ্নিপতি দীপক চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে হৃদয়ের বাবা  রতন চন্দ্র  তরুয়া ও মা অর্চনা রাণী শোকে ভেঙে পড়েছেন। তারা দুজনেই ছেলের মরদেহ আনতে ঢাকায় গিয়েছিলেন তারা।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, রাতে পটুয়াখালীতে হৃদয়ের মরদেহ পৌঁছেছে এবং রাতেই পটুয়াখালী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Share This Article