পবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন’র নেতৃত্বে তুহিন-জাহিদ

নাজমুল হাওলাদার

নাজমুল হাওলাদার:-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শাখার(পবিপ্রবি) আয়োজনে পবিপ্রবি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) দুপুর ৩টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পবিপ্রবি সংলগ্ন জমজম রেস্টুরেন্ট হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে
ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই লক্ষ্য নিয়ে পবিপ্রবি সম্মেলন-২০২৩ ‘র মধ্যে দিয়ে পবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ‘র সভাপতি মোঃ তুহিন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সহ সভাপতি আজিজুল হক কে মনোনীত করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।আরো উপস্থিত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিপ্রবি শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ফয়জুল ইসলাম,জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

Share This Article