মতলবে ৬৪ কি.মি বেড়িবাঁধ সংস্কার কাজে পাঁচশত সেচ্ছাসেবী মিলে কাজ করলেন

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

দেশের বৃহত্তর সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬৪ কিলোমিটার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ। ইতিপূর্বে অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত ১২ জেলার জনগণ। মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে ও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে এবং মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ দেশের চলমান বন্যায় যাতে কোন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য গতকাল ভাঙ্গা,গর্ত, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়।

আজ শুক্রবার সেই বেড়িবাঁধ রক্ষায় সকাল ৮ টা থেকে মতলব উত্তরের প্রায় সকল স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র-জনতা এবং স্থানীয় লোকজন মিলে ৫০০ জনের মত সেচ্ছায় কাজ করে পুরো বেড়িবাঁধ এর বিভিন্ন স্থানে। নিজেদের নিজস্ব অর্থায়নে বস্তা, যাতায়াত, হালকা নাস্তা বালু ক্রয় করে বস্তাভর্তী করে চিহ্নিত যায়গায় দেওয়া হয় এবং কিছু যায়গা সরকারী প্রকল্পের দায়িত্বশীলদের কাজ করা জন্য বলা হয়। কাজের সুবিধা জন্য পুরো বেড়িবাঁধ কে ৫টি ভাগে বিভক্ত করে আলাদাভাবে ৫টি টিমের সমন্নয়ে কাজ করা হয়। একই সাথে জনসচেতনতা তৈরী, গুজবে কান না দেওয়া এবং প্রকৃত তথ্য মানুষের মাঝে দেওয়ার জন্য সকল যায়গা গুলোতে বলা হয়।বেড়িবাঁধ বড় ধরনের ঝুঁকিমুক্ত এটাও মানুষের মাঝে আশ্বস্ত করা হয় আর নিয়মিত সংস্কারের জন্য দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেচ্ছাসেবী জানান তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
যারা প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে এই মহতী কাজে এগিয়ে এসেছেন তাদেরকে সাধারণ জনগণ ধন্যবাদ জানিয়েছেন।

Share This Article