![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ নাটোর জেলা তথা সিংড়া উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নাটোর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, নাটোর-৩ (সিংড়া) থেকে নির্বাচিত তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান। বিবৃতিতে আলহাজ্ব অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির মহা ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি প্রতিষ্ঠিত করেন। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যেসব নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যেসব ছাত্র, সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি। তাদের এ আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না।
গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, মিথ্যা মামলা, উন্নয়নের নামে হরিলুট, গুম, খুন, গুপ্তহত্যায় মানুষ অতিষ্ঠ ছিল। দেশে বাকস্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাথমিক বিজয় হয়েছে। দেশকে পুনর্গঠন করতে হলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক সতর্ক অবস্থানে থেকে কাজ করতে হবে।
কেউ যেনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদির সুযোগ না পায় এবং শান্তি, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সম্মিলিতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানাই। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।