বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সকলেই বাংলাদেশি: এড. মনা

বাংলাদেশ চিত্র ডেস্ক

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান বা অন্যকোনো ধর্মের যারা রয়েছি, আমরা সকলেই বাংলাদেশি। সকল ধর্মের মানুষের নিরাপত্তার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ হচ্ছে, ভিন্ন ধর্মের একজন মানুষও যাতে নির্যাতেনের শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিএনপি কার্যালয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। যার সাথে বাস্তবতার আদৌ কোন মিল নেই। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সনাতন ধর্মলম্বীরা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মন্দির, গীর্জা দখলের মহোৎসব ছিলো। স্বৈরাচারের পতনের পর সনাতন ধর্মালম্বীরা সম্পুর্ন নিরাপদে নিশ্চিন্তে বসবাস করছে। ব্যবসা-বানিজ্য পরিচালনা করছে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যান ফ্রন্টের ডা. প্রদীপ দেবনাথ, খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপি কিষান মুগ্ধড়া, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ খুলনা মহানগরীর সাধারন সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সুজিৎ কুমার ভট্টচার্য, রামচন্দ্র পোদ্দার, গৌরাঙ্গ সাহা, তিলম গোস্বামী, মিতা বাগচি, তরুন রায় শিবু, তাপসী সাহা, শঙ্কর কুমার পোদ্দার, নিখিল রঞ্জন রায়, বিশ^জিৎ সাহা, স্বপন চক্রবর্তী, সুশান্ত ব্যানার্জি, দেবাশিষ দাস, উজ্জল ব্যানার্জী, গৌরপদ রাহা,রাজকুমার, রাজীব কুমার, সজল ডোম, সুদীপ্ত দাস জয়, বিমল সাহা, দেবব্রত মল্লিক, দীপঙ্কর কুমার দত্ত, অভিজিৎ দাশ, উৎপল দত্ত, প্রকাশ চন্দ্র অধিকারী, সুরঞ্জিত কুমার, বিপ্লব মিত্র, পলাশ কুমার সানা, অজয় কুমার, শিবনাথ ভক্ত, মহাদেব সানা, রজৎ কান্তি দাশ, রবীন কুমার দাশ, বিশ^জিৎ দে মিঠু, অলোক কুমার দে, বাপা সরকার, সঞ্জিত দাশ, সুভাষ চন্দ্র, রতন কুমার নাথ, বাবুল বিশ^াস, ডা. শেখর চন্দ্র পাল, ডা. প্রদীপ দেবনাথ, ব্রজেন ঢালী, সুজনা জলি, তপন মন্ডল প্রমূখ।

Share This Article