আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান খুলনা ইসলামী আন্দোলনের

বাংলাদেশ চিত্র ডেস্ক

খবর বিজ্ঞপ্তি।।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন বুধবার উৎসব নামে একজন যুবক মহানবী সাঃ কে কটুক্তি করে যে অপরাধ করেছে তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তাকে আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি সেখানে আবার একটি আইন-শৃঙ্খলার অফিসে যে ঘটনা ঘটেছে তা আসলেই অনাকাঙ্ক্ষিত, আমরা চাই উৎসবের দৃষ্টান্তমূলক শাস্তি ও এর সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।
এমতাবস্থায় খুলনার তৌহিদী জনতা কে শান্ত থেকে প্রচলিত আইনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ আশা করে ৫ ই আগস্টের পর স্বৈরাশাসকের পতনের মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে বলে আমরা মনে করি। তৌহিদি জনতাকে আবারও ধৈর্য ধারণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। এই মুহূর্তে এই বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরে কোন কর্মসূচি নেই।
বিবৃতিদাতারা হলেন নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, মাস্টার মইন উদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আব্দুল্লাহ আল মাসুম।

Share This Article