উল্টো পথে গাড়ি চালানোর সময় বাধা দেওয়ায় পুলিশকে মারধর , পরে গাড়ি চালক গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামের খুলশী এলাকায় উল্টো পথে গাড়ি চালানোর সময় বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের কর্তব্যরত এক কনস্টেবলকে মারধর করেছে চালক। পরে শিক্ষার্থীদের দেখে চালক পালিয়ে যান। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম সোহরাব হোসেন।

মঙ্গলবার(২৭ আগস্ট ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নুল আবেদীন বলেন, ‘মঙ্গলবার দুপুরে খুলশী ১ নম্বর সড়কে ডিউটি করছিলেন সোহরাব। এসময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে সংকেত দেন ওই পুলিশ সদস্য। এসময় কিছু বুঝে ওঠার আগেই গাড়িচালক মো. রফিকুল আলম শার্টের কলার ধরে মুখে ঘুষি ও মারধর করতে থাকেন সোহরাবকে। নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন এই পুলিশ সদস্য। তাঁর ইউনিফর্ম ছিঁড়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে পালিয়ে যায় গাড়ির চালক। পরে গাড়ির মালিকের সহযোগিতায় চালককে গ্রেপ্তার করে পুলিশ।’

তিনি আরোও বলেন, ‘এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ির মালিক চালককে চাকরি থেকে বহিষ্কার করেছে।

Share This Article