সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে নন্দলালপুর বাজার অস্থায়ী কার্যালয় নিয়ে ২০২০ সালের ১ মে প্রতিষ্ঠিত করা হয়- সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন”।
সংগঠনের উদ্যোগে বছরজুড়ে নানামুখী সামাজিক ও সেচ্ছাসেবী কাজে উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

চলমান দেশের বন্যার পরিস্থিতি ও বন্যার কবলিত মানুষের দুঃখের ভাগাভাগি করে নিতে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ত্রাণ সামগ্রী বিতরণ করার।

আজ ৯ সেপ্টেম্বর রোজ সোমবার সকালে মতলব উত্তর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন” এর একটি টিম গঠন করে চাঁদপুর (শাহরাস্তি) উপজেলার সূচীপাড়া, বসুপাড়া সহ কয়েকটি গ্রামের বন্যায় কবলিত মানুষের উদ্দেশ্য প্রায় একশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসা, মোঃ নাজির, মোঃ সাকিব, মোঃ আবির, প্রচার সম্পাদক মো: সিয়াম, মো: মেহেদী, মো: আরমান হায়দার ও মো: রুহান সহ উপস্থিত ছিলেন।

Share This Article