কাউন্সিলর ডনসহ ২৫জনের নামে যুবদল নেতার মামলা

বাংলাদেশ চিত্র ডেস্ক

কাউন্সিলর জেড এ মাহমুদ ডন

স্টাফ রিপোর্টার।।
কেসিসি বর্তমান ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ ২৫জনের নামে মামলা দায়ের করেছেন যুবদল নেতা হিরা। মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) রাতে খুলনা থানায় দায়েরকৃত মামলার অন্যান্য আসামীরা হলেন, মিজান ওরফে দাদো মিজান, শামীম ওরফে ভাগ্নে শামীম,

মানিক শেখ, মোঃ ফয়সাল, ইমরান, তামীম, আসাদুল, জলিল ওরফে বোমারু জলিল ওরফে জলিল বাহিনি প্রধান, ইকরাম হোসেন, মিরাজ, কাজী গোলাম নবী মাসুদ, শাজাহান শিকদারসহ ২৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে উল্লেখ করেছেন মিনহাজুল ইসলাম হিরা নামক যুবদল নেতা।

মামলার এজাহারে উল্লেখ করেছেন, ২৮ জুলাই ২০১৬ সালের বিকাল ৬টায় খুলনা থানাধীন দোলখোলা মতলেবের মোড়ে চা দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় আসামীরা হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়।

Share This Article