চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছামিদুর রহমান (১৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান ছামিদুর রহমান ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেয়। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

Share This Article