

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বলছি এক অসহায় পরিবারের কথা। নাম তার কহিনুর বেগম। বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের সহযোগিতায় বাসস্থানের ব্যবস্থা হলে ও কর্ম সংস্থানের ব্যবস্থা না থাকায় তিন এতিম সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের কহিনুর বেগম। এখন দু বেলা দু মুঠো ভাত জোগাড় করাই তার পক্ষে কঠিন হয়ে পড়ছে । তিনি কর্ম সংস্থানের জন্য বিত্তবানদের কাছে একটি সেলাই মেশিনের আবেদন জানিয়েছেন। তার আবেদনে সাড়া দিয়ে সাহায্যে এগিয়ে এসেছেন উপজেলা জামায়াত ইসলামী ।
তাই উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি সেলাই প্রদান করা হয়েছে। নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। তিনি অসহায় বিধবা নারী কহিনুরের হাতে এই সেলাই মেশিন তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবু জায়েদ, ইউপি জামায়াতের সভাপতি আবুল হাছান পাটোয়ারী .সহসভাপতি মফিজ উল্লাহ,আলী হোসেন, ফয়েজ উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য এর আগে গত বছরের প্রথম দিকে জামায়াত ইসলামী এই এতিম পরিবারকে আর্থিক অনুদান দেন। যাদের মাধ্যমে কহিনুরের কর্ম সংস্থানের সেলাই মেশিন পেয়েছেন তাই খুশী হয়ে আল্লাহর কাছে দোয়া করেন।
উপজেলার ১০ নং নরোত্তমপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের চাপরাশি বাড়ীর শহীদ উল্লার পুত্র রিকশা চালক মনির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায। এ সময় তাদের ৩ সন্তান । কহিনুর
মনির দম্পতির প্রথম সন্তান সাইফুল ইসলাম (৯) সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র । বর্তমানে পবিত্র কুরআন মজিদের হেফজু অধ্যয়ন রত অবস্থায় আছে । মনির মৃত্যুর পর তাদের লেখা পড়া বন্ধ হয়ে পড়ার উপক্রম হয় ।
এ সংক্রান্ত নয়াদিগন্তে রিপোর্ট ছাপা হলে জামায়াত সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আর্থিক অনুদান প্রদান করেনএবং দেশ বিদেশ থেকে ভুক্তভোগী পরিবারকে অনেকে সাহায্যে এগিয়ে আসেন। সাহায্যের টাকা দিয়ে কহিনুর পোনে ৩ শতাংশ ঘর ভিটি ক্রয় করে টিনের ঘর নির্মান করার কাজে ব্যয় করেন।