বন্দর ও বাকলিয়া থানায় নতুন ওসি

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া ও বন্দর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়েছে।

আদেশে বলা হয়, পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়েছে। আর বাকলিয়া থানার ওসি মো. আফতাব হোসেনকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This Article