“প্রিয়াঙ্কা হত্যার প্রতিবাদ ও ন্যায়-বিচারের দাবিতে নিটারে মানববন্ধন কর্মসূচি”

বাংলাদেশ চিত্র ডেস্ক

ধীরা ঢালী:- সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) – আজ ৮ই অক্টোবর, ২০২৪ ইং নিটারের নবম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রিয়াঙ্কা ইসলামের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়।

আজ ০৮ই অক্টোবর,২০২৪ ইং রোজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় নিটারের শিক্ষার্থীরা “আর কত জীবন গেলে ক্ষমতাশালীদের থেকে মুক্তি পাবে সাধারণ জনতা, স্বাধীন দেশে মেয়েরা কবে কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারবে” প্রশ্ন তুলে ধরে নিটার মূল ফটকের সামনে মানববন্ধন করে। একইসাথে নিটারের ভারপ্রাপ্ত পরিচালক মহোদয়সহ নিটারের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকগণের ও উপস্থিতি দৃশ্যমান হয়।

জানা যায়, গত ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ বুধবার বিকাল ০৪ঃ২০ ঘটিকায় (মৃত্যু সনদ অনুযায়ী) নিটারের নবম ব্যাচের শিক্ষার্থী প্রিয়াঙ্কা ইসলাম মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মোঃ সাইদুল ইসলাম খন্দকার সোহাগ (৪২) কে আসামি করে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবার।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা ইসলাম (২৫) ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্স, নয়ারহাট সাভার, ঢাকায় লেখাপড়া শেষ করে বিগত ৮ মাস পূর্বে মাস্কো গ্রুপ, গাজীপুর এ মোঃ সাইদুল ইসলাম খন্দকার সোহাগ এর অধীনে সহকারী মার্চেনডাইজার পদে চাকুরিতে যোগদান করে।

নিহত প্রিয়াঙ্কা ইসলাম পহেলা সেপ্টেম্বর, ২০২৪ ইং থেকে পল্লবী থানাধীন সেকশন-১১, সাংবাদিক আ/এ, কালশী রোড, বাসা নং-৪ এর ৬ষ্ঠ তলায় একটি ২ রুমের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করা শুরু করে। তবে গত ১১ই সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখে বেলা আনুমানিক ০৪.০০ ঘটিকায় মোঃ সাইদুল ইসলাম খন্দকার সোহাগ প্রিয়াঙ্কার অভিভাবককে ফোন করে জানায় তার মেয়ে প্রিয়াঙ্কা ইসলাম অসুস্থ হওয়ায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অতঃপর সেদিনই রা আনুমানিক ১১.৪৫ ঘটিকায় তারা উক্ত হাসপাতালের জরুরী বিভাগে এসে দেখতে পান তাদের মেয়ে মৃত অবস্থায় হাসপাতালের স্ট্রেচারের উপর শোয়ানো আছে।

প্রিয়াঙ্কার পরিবার এ বিষয়ে জানান মো: সাইদুল ইসলাম প্রিয়াঙ্কাকে হত্যা করে পুরো বিষয়টিকে আত্মহত্যার ঘটনা রূপে প্রমাণ করার চেষ্টা করে। প্রায় একমাস হয়ে গেলেও হত্যাকাণ্ডের সঠিক তদন্তসাপেক্ষে অপরাধী শনাক্তকরণ এবং যথাযথ শাস্তিপ্রদান হয়নি বলেও জানান। এর প্রতিবাদে আজ নিটারের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে নিটারের সদ্য ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য শিক্ষকেরা প্রিয়াঙ্কা হত্যার সুষ্ঠু তদন্ত এবং আসামির শাস্তির দাবি জানায়। তাঁরা আরো বলেন, নিটারের একজন অ্যালামনাই এর মৃত্যুতে তাঁরা ব্যথিত এবং সঠিক বিচার চান।

সবশেষে প্রিয়াঙ্কা ইসলামের মা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নিজের মতামত জানান। তিনি বলেন প্রিয়াঙ্কা হত্যার সুষ্ঠু বিচার চান। তিনি আরও বলেন হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানাতে উক্ত মানববন্ধনে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article