শারদীয় উৎসব উপলক্ষে বাবুল চৌধুরীর খাদ্য সামগ্রী উপহার

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের চাউলপট্টি এলাকায় মঙ্গলবার সকালে শারদীয় উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী)’র উদ্যোগে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, দুইদিন ব্যাপী এ কার্যক্রমে শহরের বিভিন্নস্থানের অসহায় সনাতন ধর্মাবলম্বীদের তালিকা করে তাদের হাতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীতে ছিলো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। এ সময় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে তাঁর পক্ষ থেকে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এটি আমার ক্ষুদ্র উপহার। সংখ্যালঘু ভাইদের উৎসবে তাদের প্রতি খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

Share This Article