চট্টগ্রামে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল জব্দ

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের দুটি চালান জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা।

আজ বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর ) দুপুরে বেসরকারি মেসার্স এছাক ব্রাদার্স ডিপো থেকে এ সুগন্ধি চাল জব্দ করা হয় বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুগন্ধি চালের চালান দুটি অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানি করা হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।

‘অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি’ নামে নীলফামারির একটি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর এবং সৌদি আরবে রপ্তানির চেষ্টা করছিলো বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-কমিশনার আয়েশা সিদ্দিকা।

তিনি বলেন, ফুড স্ট্যাফ (খাদ্যসামগ্রী) ঘোষণা দিয়ে সুগন্ধি চালের চালান দুটি রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। যা রপ্তানি নীতি এবং কাস্টমস আইনের পরিপন্থি। রপ্তানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এন আর এন্টারপ্রাইজ চালান দুটি জাহাজীকরণের জন্য ডিপোতে নিয়ে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে জব্দের পরই চালান দুটিতে পরীক্ষা চালায় কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। এতে চারটি কনটেইনারে ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায়। জব্দ চালগুলোর প্যাকেটের গায়ে ‘কুইন’ ব্র্যান্ডের কালোজিরা সুগন্ধি চাল লেখা রয়েছে।

তিনি বলেন, এ ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ। তাই অবৈধভাবে সুগন্ধি চাল রপ্তানিতে জড়িতদের বিরুদ্ধে রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে

Share This Article