চুয়াডাঙ্গায় পিস্তল ও গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক ১

বাংলাদেশ চিত্র ডেস্ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহারুল ইসলাম (৩৭) দর্শনার মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে। তাঁর কাছ থেকে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামের নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তাঁর বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This Article