গাইবান্ধায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আহাদ লিখনকে (২৭) গ্রেপ্তার করেছে পুরিশ।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা থেকে আসামি আব্দুল আহাদ লিখনকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল আহাদ লিখন পলাশবাড়ী উপজেলার মোস্তফাপুর গ্রামের আনিসুর রহমান লিটনের ছেলে।

পুলিশ জানায়, একটি জিআর মামলায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামি আব্দুল আহাদ লিখনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। রায়ের পর থেকেই আসামি আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি মো. মাসুদ রানা বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামিকে একাধিকবার অভিযান চালানো হয়। পরে ঢাকা থেকে আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article