![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কর্ণফুলী নদীতে তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে ইস্টার্ণ রিফাইনারি জেটিতে তেলবাহী বাংলার জ্যোতি নামের একটি জাহাজে এ অগ্নিকাণ্ড ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম জানায়, বেলা ১১টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।