বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ

বাংলাদেশ চিত্র ডেস্ক

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কর্তৃক আয়োজিত শুভ বিজয়া দশমী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ শান্তিময় সম্প্রীতির জনপদ। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের ধর্মাচরণ পালনের অধিকার আছে। এদেশে ধর্মীয় ভেদাভেদ নেই। সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। 

তিনি আজ ১৩ অক্টোবর রবিবার শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কর্তৃক আয়োজিত শুভ বিজয়া দশমী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই দেশে সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাস করে। এবার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা শারদীয় দুর্গোৎসবে সনাতনী হিন্দু ভাইদের সাথে ছিলেন। আগামীতেও সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে কাধে কাধ মিলিয়ে বিএনপি পাশে থাকবে।

আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃত মানবিক শান্তির বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সন্জীব নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কাজী বেলাল, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা, ৫ নং ওয়ার্ডের সভাপতি জানে আলম জিকু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুব আলম ও বিএনপি নেতা মো. জাফর।

এছাড়া চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্জিদ দেব নাথ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপংকর ভট্টাচার্য্য ও চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিরণ দাশ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্টান শেষে দুপুর থেকে নগরের কালুরঘাটে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা। ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা বিসর্জনে কালুরঘাটে কর্ণফুলী নদীতে বিসর্জন দেয়া হয়।

Share This Article