

নিজস্ব প্রতিবেদক, বাঘা : দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএম এন জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ( ভুমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,ভ্যারাসিটি সিডিলি সোসাইটির সভাপতি,সহকারি অধ্যাপক ড.আব্দুস সালাম লাভলু,সফল উদ্যেক্তা সহকারি অধ্যাপক শফিউর রহমান, জাকিয়া সুলতানা,আদুরি বেগম, মাসুদ রানা প্রমুখ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের সনদসহ যাতায়াত ভাতা প্রদান, ও সফল উদ্যোক্তাদের পুরুস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও ঋণ গ্রহিতরা।