দেওয়ানগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপন

বাংলাদেশ চিত্র ডেস্ক






ai

খাদেমুল ইসলাম : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আহসানুল হাবীবের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার নুসরাত জাহানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আতিক, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা, সৌরভ হাসান সহ অন্যান্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সভাপতি মোঃ আঃ রশিদ, উদ্যোক্তা হ্যাপী আক্তার, লিটন মিয়া, আঃ খালেক সহ অন্যান্য। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স।


Share This Article