পাকিস্তানে রেল স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২৪


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ /
পাকিস্তানে রেল স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২৪
পাকিস্তানে রেল স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রেলস্টেশনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ জানিয়েছেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে’।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মূহুর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাণঘাতী ঘটনার তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এদিকে, প্রাণঘাতী এই হামলার নিন্দা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যেসব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তারা মানবতার শত্রু।