দুই বছর পর পুতিন-শলৎজ ফোনালাপ, কী কথা হলো?


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ /
দুই বছর পর পুতিন-শলৎজ ফোনালাপ, কী কথা হলো?
দুই বছর পর পুতিন-শলৎজ ফোনালাপ, কী কথা হলো?

দীর্ঘ প্রায় দুই বছর পর আবারো ফোনালাপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ঘণ্টাব্যাপী সংলাপে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দেশটি থেকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানান শলৎজ। অন্যদিকে সীমান্তে ন্যাটোর তৎপরতা বন্ধে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন।

রাশিয়া ও জার্মানির শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

ঘণ্টাব্যাপী ফোনালাপে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দুই নেতা। এসময় দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান শলৎজ।

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে, এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সবধরনের সহযোগিতা দেয়ার বিষয়টিও পুতিনকে সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর।

ফোনালাপে পুতিন জার্মান চ্যান্সলরকে বলেন, অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্যকে ইউক্রেন মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। একই সঙ্গে রুশ সীমান্তে ন্যাটোর সব কার্যক্রম বন্ধের আহ্বানও জানান তিনি। ফোনালাপে জার্মানিকে অবন্ধুসুলভ আচরণ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন পুতিন।

অন্যদিকে শলৎজ ও পুতিন ফোনালাপকে নতুন করে হাজারো সমস্যা সৃষ্টির অজুহাত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব সংলাপের কারণে পুতিনের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও আশংকা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেয়া এক ভিডিও বার্তায় পুতিনকে ধূর্ত বলে কটাক্ষ করেন জেলেনস্কি।