ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ /
ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি
ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনের দীর্ঘপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দিলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সতর্কবার্তা দেন।

মুখপাত্র জানান, কিয়েভের এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার ভূখণ্ডে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলবে। এটি সংঘাতের প্রকৃতি এবং মূলগত ধরণকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে।

রাশিয়া আরও জানায়, যদি ইউক্রেন এই ধরনের হামলা চালায়, তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে ‘উপযুক্ত ও দৃশ্যমান’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পরে এই প্রতিক্রিয়া জানানো হলো।

এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন উত্তেজনার দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার ‘সবুজ সংকেত’ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হলেও তথ্যের সত্যতা নিশ্চিত করতে সম্মত হয়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে স্থানীয় সময় সোমবার সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।